Vodafone Idea Recharge Plans: এখনও সস্তায় ও পুরনো দামেই Vodafone Idea-র রিচার্জ করতে চান? কীভাবে হবে জানুন
November 25, 2021
হাতে পড়ে আর মাত্র কয়েক মিনিট। তারপর থেকেই ভোডাফোন আইডিয়ার বর্ধিত রিচার্জ প্ল্যান চালু হয়ে যাবে। ফলে যে কোনও প্ল্যান রিচার্জের জন্য বাড়তি টাকা গুনতে হবে। সেই পরিস্থিতিতে এখনও আপনি সস্তায় ও পুরনো দামেই ভোডাফোন আইডিয়ার রিচার্জ করতে পারবেন। কীভাবে জানেন?
ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে, ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে বর্ধিত রিচার্জ প্ল্যান কার্যকর হবে। তার আগে পুরনো হারেই গ্রাহকরা রিচার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সস্তায় এবং পুরনো দামেই রিচার্জ করতে চান, তাহলে হাতে মেরেকেটে কয়েক মিনিট পড়ে আছে। রাত ১২ টা বেজে গেলেই বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তাই চটপট করুন। বুধবার রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে রিচার্জ করলেই অত্যন্ত কয়েকটা দিনের জন্য আপনাকে বাড়তি টাকা গুনতে হবে না।
দেখে নিন নয়া প্ল্যানের জন্য কত খরচ হবে?
- ৭৯ টাকার পরিবর্তে বেসিক প্যাক ৯৯ টাকা থেকে শুরু হবে।
- দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ২৯৯ টাকা। যা এখনও ২৪৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিনের থাকবে।
- দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৪৭৯ টাকা। যা এখনও ৩৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৫৬ দিনের থাকবে।
- দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৭১৯ টাকা। যা এখনও ৫৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৮৪ দিনের থাকবে।
- দৈনিক ১ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ২৬৯ টাকা। এখন ২১৯ টাকা খরচ পড়ে।
- দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৫৯ টাকা। যা এখনও ২৯৯ টাকা আছে।
- দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৫৯ টাকা। যা এখনও ২৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিনের থাকবে।
- দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৫৩৯ টাকা। যা এখনও ৪৪৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৫৬ দিনের থাকবে।
- দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৮৩৯ টাকা। যা এখনও ৬৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৮৪ দিনের থাকবে।
- বার্ষিক রিচার্জ প্ল্যান বেড়ে হচ্ছে ১,৭৯৯ টাকা। এখনও তা আছে ১,৪৯৯ টাকা। ২৪ জিবি ডেটা পাওয়া যায়।
Subscribe
Login
0 Comments