YouTube Premium 4K: সাধারণ ব্যবহারকারীদের জন্য স্ট… more
YouTube Premium 4K: সাধারণ ব্যবহারকারীদের জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে 4K ভিডিয়ো দেখার অপশন তুলে নিচ্ছে ইউটিউব। এবার থেকে শুধুমাত্র YouTube-এর প্রিমিয়াম গ্রাহকরাই 4K-তে ঝকঝকে ভিডিয়ো দেখার সুযোগ পাবেন।
1/5বড় স্ক্রিনে ইউটিউব ভিডিয়ো দেখতে পছন্দ করেন? সেক্ষেত্রে একটি খারাপ খবর রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে 4K ভিডিয়ো দেখার অপশন তুলে নিচ্ছে ইউটিউব। এবার থেকে শুধুমাত্র YouTube-এর প্রিমিয়াম গ্রাহকরাই 4K-তে ঝকঝকে ভিডিয়ো দেখার সুযোগ পাবেন। ছবি : পিক্সাবে (REUTERS)
2/5ইউটিউব প্রিমিয়ামে বিজ্ঞাপন ছাড়া ভিডিয়ো দেখা যায়। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ভিডিয়ো প্লে ব্যাক করা যায়। অর্থাত্, আপনি ইউটিউবে কোনও গানের ভিডিয়ো চালিয়ে স্ক্রিন অফ করে রেখে দিতে পারবেন। ছবি : পিক্সাবে (REUTERS)
3/5ভিডিয়ো বন্ধ হলেও অডিয়ো চলতে থাকবে। বিশেষত যাঁরা গান শুনতে ভালবাসেন, তাঁরা ইউটিউব প্রিমিয়াম মিউজিকেরও অ্যাক্সেস পাবেন। ছবি : পিক্সাবে (REUTERS)
4/5শুধু তাই নয়, ইউটিউব প্রিমিয়ামের অন্যতম সুবিধা হল ডাউনলোড ফিচার। আপনি চাইলে নেট থাকা অবস্থায় কোনও ভিডিয়ো ডাউনলোড করে রাখতে পারেন। পরে নেট ছাড়াই সেই ভিডিয়ো ইউটিউব খুলে দেখা যেতে পারে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5ভারতে, YouTube প্রিমিয়াম প্ল্যান মাসে ১২৯ টাকা থেকে শুরু। গত বছর সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী প্রায় ৫ কোটি ব্যবহারকারী ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম ব্যবহার করেন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)